প্রকাশিত: Sat, May 25, 2024 1:50 PM
আপডেট: Sat, May 3, 2025 7:27 PM

রাষ্ট্র, রাজনীতি ও সমাজের গভীর পচন থেকে উদ্ধার পেতে প্রয়োজন উপযুক্ত নেতৃত্বে জাতীয় সংগ্রাম

মোজাম্মেল হোসেন মঞ্জু, ফেসবুক: প্রতিদিন একটি করে মহা উত্তেজনাকর খবর। তিনবারের সংসদ সদস্য, সাবেক সেনাপ্রধান, সাবেক আইজি। এসব খবরে বিস্ময় উদ্রেক করে যে কিছু রাজনীতিবিদ ও সংসদ-সদস্যের কী  গভীর দুর্বৃত্তায়ন ঘটেছে এবং শীর্ষ পদের সামরিক -বেসামরিক আমলারা কত গভীর দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন। ঘটনাগুলো বিরোধী রাজনীতিবিদদের সরকারবিরোধী ভাষণ দেওয়ার সুযোগ সৃষ্টি করবে। তবে এগুলো শুধু সরকারের বিষয় নয়, যদিও সরকারের দায়িত্বই মুখ্য, তবু ক্ষমতা বদল হলেই সমাধান হবে তা নয়। এগুলো রাষ্ট্র, রাজনীতি ও সমাজের গভীর পচনের প্রমাণ। উদ্ধার পেতে উপযুক্ত নেতৃত্বে জাতীয় সংগ্রাম প্রয়োজন। সকল নাগরিককে সচেতন ও সক্রিয় হতে হবে।